পরীক্ষার ভার কমাতে হবে: সিরাজুল ইসলাম চৌধুরী - Dainikshiksha

পরীক্ষার ভার কমাতে হবে: সিরাজুল ইসলাম চৌধুরী

নিজস্ব প্রতিবেদক |

পরীক্ষার ভার কমানো হলে প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনা এমনিতেই কমে যাবে বলে মনে করেন শিক্ষাবিদ অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। গত সোমবার তিনি  বলেন, ‘এখন আমাদের শিক্ষাব্যবস্থাই হয়ে গেছে পরীক্ষানির্ভর।

এত পরীক্ষাই হওয়া উচিত নয়। আমাদের সময় তো এত পরীক্ষা হতো না। তখনকার শিক্ষার্থীরা কি শেখেনি? আর স্কুলের পরীক্ষা তো হওয়ার কথা স্কুলভিত্তিক। এক স্কুলের প্রশ্নের সঙ্গে অন্য স্কুলের মিল থাকবে কেন? এক স্কুল যা পড়িয়েছে অন্য স্কুল তা নাও পড়াতে পারে। আমাদের প্রশ্ন ফাঁস রোধের চেয়েও আগে পরীক্ষার ভার কমানো উচিত। তাহলে এমনিতেই প্রশ্ন ফাঁস কমে যাবে। ’
পাবলিক পরীক্ষায় অভিন্ন প্রশ্নপদ্ধতির বিষয়ে এই শিক্ষাবিদ বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে যেকোনো কিছু বিকেন্দ্রীকরণের পক্ষে। কিন্তু বোর্ডভিত্তিক প্রশ্ন থেকে যদি অভিন্ন প্রশ্নপত্রে চলে আসে তাহলে তো তা কেন্দ্রীভূত হয়ে গেল। এতে এক জায়গায় প্রশ্ন ফাঁস হলে গোটা পরীক্ষাই বানচাল হয়ে যাবে।

’অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘আমরা শিক্ষার্থীর চেয়ে পরীক্ষার্থী বেশি তৈরি করছি। সৃজনশীল পদ্ধতি আরো বেশি সমস্যার সৃষ্টি করছে। শিক্ষক-শিক্ষার্থী কেউ সৃজনশীল বোঝে না। তারা নোট-গাইডের আশ্রয় নেয়। শিক্ষার্থীরা গাইড পড়ে, কোচিংয়ে যায়। শিক্ষকরাও গাইড থেকে প্রশ্ন করে। এখন যারা সৃজনশীলই বোঝে না তারা তো প্রশ্ন ফাঁসের পেছনে দৌড়াবেই। ’

প্রশ্নপত্র ফাঁস হওয়ার জন্য কারা দায়ী জানতে চাইলে এই শিক্ষাবিদ বলেন, ‘আসলে কারো উপরে দোষ চাপিয়ে লাভ নেই। গোটা সিস্টেমটাই এর জন্য দায়ী। মন্ত্রণালয়ের উচিত হবে আগে অপরাধীদের চিহ্নিত করা। তারপর তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। এ ছাড়া শিক্ষাকে বাণিজ্যিকীকরণের হাত থেকে বাঁচানোর দায়িত্বও শিক্ষা মন্ত্রণালয়েরই নিতে হবে। ’

রোববার থেকে সরকারি প্রাথমিকে মর্নিং স্কুল, খোলার প্রজ্ঞাপন জারি - dainik shiksha রোববার থেকে সরকারি প্রাথমিকে মর্নিং স্কুল, খোলার প্রজ্ঞাপন জারি প্রাথমিক বিদ্যালয়ে শনিবারের ছুটি বহাল থাকছে - dainik shiksha প্রাথমিক বিদ্যালয়ে শনিবারের ছুটি বহাল থাকছে ফের আন্দোলনের হুশিয়ারি চুয়েট শিক্ষার্থীদের - dainik shiksha ফের আন্দোলনের হুশিয়ারি চুয়েট শিক্ষার্থীদের গরমে কলেজে কোচিং, দুদিনে অসুস্থ ৮ ছাত্রী - dainik shiksha গরমে কলেজে কোচিং, দুদিনে অসুস্থ ৮ ছাত্রী কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে নিবন্ধিত শিক্ষক নিয়োগে এনটিআরসির নতুন নির্দেশনা - dainik shiksha নিবন্ধিত শিক্ষক নিয়োগে এনটিআরসির নতুন নির্দেশনা দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে জাল সনদে চাকরি করছে কয়েক হাজার হেলথ টেকনোলজিস্ট - dainik shiksha জাল সনদে চাকরি করছে কয়েক হাজার হেলথ টেকনোলজিস্ট ফের আন্দোলনের হুশিয়ারি চুয়েট শিক্ষার্থীদের - dainik shiksha ফের আন্দোলনের হুশিয়ারি চুয়েট শিক্ষার্থীদের আইনি লড়াইয়ে যাচ্ছেন শিক্ষক নেতা কাওছার শেখ - dainik shiksha আইনি লড়াইয়ে যাচ্ছেন শিক্ষক নেতা কাওছার শেখ please click here to view dainikshiksha website Execution time: 0.0046491622924805