ভিকারুননিসার নতুন গভর্নিং বডির অনুমোদন - দৈনিকশিক্ষা

ভিকারুননিসার নতুন গভর্নিং বডির অনুমোদন

নিজস্ব প্রতিবেদক |

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ১১ সদস্যের গভর্নিং বডির অনুমোদন দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। ঢাকার বিভাগীয় কমিশিনারকে প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সভাপতি করা হয়েছে। গত ২৫ অক্টোবর নির্বাচনে কমিটির অন্যান্য সদস্যরা নির্বাচিত হয়েছিলেন। সোমবার (৪ অক্টোবর) ঢাকা বোর্ড থেকে এ সংক্রান্ত আদেশ ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষকে পাঠানো হয়েছে।

জানা গেছে, গভর্নিং বডির অন্যান্য পদগুলোর মধ্যে, বাদরুল আলম,ফাতেমা জহুরা হক সাধারণ শিক্ষক সদস্য ও জান্নাতুল ফেরদৌস সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য পদে কমিটিতে রয়েছেন। 

এছাড়া কমিটিতে অভিভাবক সদস্য পদ পেয়েছেন, এ বি এম মনিরুজ্জামান, মুর্শীদা আখতার, সিদ্দীকি নাছির উদ্দীন, ওহেদুজ্জামান ও গোলাম বেনজীর। এছাড়া সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্যের পদে আছেন রীনা পারভীন। পদাধিকার বলে কমিটির সদস্য সচিব পদে আছেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক ফওজিয়াকে। 

এর আগে গত ২৫ অক্টোবর দিনব্যাপী গভর্নিং বডির নির্বাচনে ভোটগ্রহণ শেষে রাতে ফল ঘোষণা করেন প্রিজাইডিং কর্মকর্তা ও ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক ফারজানা জামান।

যদিও, এ নির্বাচন ও কমিটিকে ঘিরে নানা ধরনের অনিয়মের অভিযোগ তুলেছেন পরাজিত প্রার্থীরা। তাদের অভিযোগ, ত্রুটিপূর্ণ ভোটার তালিকা দিয়ে গভর্নিং বডির নির্বাচন আয়োজন করা হয়েছে। এ বিষয়ে অভিভাবকদের পক্ষ থেকে অভিযোগ দিলে তা সংশোধন করার প্রতিশ্রুতি প্রশাসনের পক্ষ থেকে দেয়া হলেও তা করা হয়নি। এ কারণে দুই হাজার ১০০ জন অভিভাবক ডাবল ভোট দেয়ার সুযোগ পেয়েছেন, যা সম্পূর্ণ বেআইনি।

তারা জানিয়েছেন, কলেজ থেকে সকল ভোটারদের সঙ্গে যোগাযোগ না করায় অনেকে ভোটার স্লিপ পাননি। অনেকে আবার ভোটার স্লিপ না আনায় তাদের ভোট প্রদানের সুযোগ দেয়া হয়নি। অথচ তাদের নামে ভুয়া ভোট দেয়া হয়েছে। একজন প্রার্থীর কাছে এমন একাধিক ভুয়া স্লিপ পাওয়া গেছে। এসব বিষয়ে প্রশাসনের সুস্পষ্ট জবাব চাইলে তারা দিতে পারেনি। অভিযোগকারীরা লিখিতভাবে কলেজ অধ্যক্ষকে অভিযোগ জানিয়েছেন। গত ২৬ অক্টোবর সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন পরাজিত মোহাম্মদ আব্দুল মজিদ সুজন, মীর মোহাম্মদ শাহাবুদ্দীন টিপু, জেসমিন আক্তার, এডভোকেট ইউনুস আলী আকন্দ ও নাছিমা আক্তারসহ অনেকে। 
 
গত ২৭ অক্টোবর সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে  ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং নির্বাচনের ফল বাতিল ও পুনরায় তফসিল ঘোষণার দাবিতে মানববন্ধন করেছেন প্রতিষ্ঠানটির অভিভাবক ফোরাম।

ঢাকার তাপমাত্রা দেখে স্কুল বন্ধের সিদ্ধান্ত নয়: শিক্ষামন্ত্রী - dainik shiksha ঢাকার তাপমাত্রা দেখে স্কুল বন্ধের সিদ্ধান্ত নয়: শিক্ষামন্ত্রী আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি - dainik shiksha আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি ফাঁস হওয়া প্রশ্নেই প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা - dainik shiksha ফাঁস হওয়া প্রশ্নেই প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা এসএসসি পরীক্ষার ফল ১০ বা ১১ মে - dainik shiksha এসএসসি পরীক্ষার ফল ১০ বা ১১ মে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে কুমিল্লায় শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঘণ্টা চালুর নির্দেশ - dainik shiksha কুমিল্লায় শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঘণ্টা চালুর নির্দেশ দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে প্রাথমিক বিদ্যালয়ে শনিবারের ছুটি বহাল থাকছে - dainik shiksha প্রাথমিক বিদ্যালয়ে শনিবারের ছুটি বহাল থাকছে please click here to view dainikshiksha website Execution time: 0.0038599967956543