সাকিবদের জন্য সমর্থন চেয়ে তামিম বললেন, ‘জানি না সামনে খেলব কি না’ - দৈনিকশিক্ষা

সাকিবদের জন্য সমর্থন চেয়ে তামিম বললেন, ‘জানি না সামনে খেলব কি না’

দৈনিকশিক্ষা ডেস্ক |

বিশ্বকাপে সেমিফাইনালের দৌড় থেকে আগেই ছিটকে গেছে বাংলাদেশ। তারা হেরেছে নেদারল্যান্ডসের মতো দলের কাছেও। টানা ছয় ম্যাচ হেরে সবার আগেই বিদায় নিশ্চিত করেছে টাইগাররা। এই দলটার সঙ্গে বিশ্বকাপে থাকার কথা থাকলেও শেষ পর্যন্ত সরে যান তামিম ইকবাল।

তবে তার সতীর্থদের কারোর জ্বলে ওঠার মতো পারফরম্যান্স নেই। এমন নাজুক পরিস্থিতি দলের ভরাডুবির বড় কারণ। এমন দুঃসময়ে ভক্ত-সমর্থকদের বারবার মনে পড়ছে সাবেক অধিনায়ক তামিমের কথা।  

বাংলাদেশ দলের খেলা নিয়ে কমবেশি সবাই সমালোচনা ও মন্তব্য করেছেন। তামিমের কাছেও নানা বিষয় জানতে চাওয়া হয়েছে। তিনি অবশ্য তেমন কিছু বলতে চান নি। বরং ক্রিকেটারদের এমন দুঃসময়ে পাশে দাঁড়ালেন তামিম। জাতীয় একটি দৈনিকের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে গিয়ে সাবেক টাইগার এই অধিনায়ক বলেন, ‘ক্রিকেট এমন একটা জিনিস যেটা মানুষকে একত্র করে। আমরা ক্রিকেট নিয়ে এতো ইমোশনাল (আবেগী) যে, যখন ভালো হয় না আমাদের মনে হয় দুনিয়া শেষ হয়ে গেল। আর যখন ভালো হয় তখন আমাদের মনে হয় সব জয় করে নিয়েছি। এখন আমরা একটু কঠিন সময় দিয়ে যাচ্ছি।’ 

ক্রিকেটারদের পরিবারের ওপর দিয়ে নানা ঝড় যাচ্ছে এমন পারফর্মম্যান্সের পর। এ কারণে তামিম জানালেন দিনশেষে তারাও মানুষ, ‘একটু চিন্তা করেন ১৫টা ছেলে ওখানে গিয়ে চেষ্টা করছে। তাদের পরিবার বা তাদের ওপর কীভাবে প্রতিক্রিয়াটা পড়েছে। আমি জানি এটা কঠিন সময়, আমরা জাতিকে হতাশ করেছি। কিন্তু দিন শেষে ওরা সবাই মানুষ।’  

বাংলাদেশ দলের ক্রিকেটারদের পর এবার দোয়া চাইলেন তামিমও। বলেন, ‘আমি খেলি বা না খেলি সেটা ব্যাপার না। বাংলাদেশ খেলছে আমাদের সমর্থন করা উচিত। জানি না খেলব কি খেলব না সামনে। যদি খেলি তাহলে মাঠে দেখবেন আর যদি না খেলি তাহলে সেইম। দোয়া করবেন আমার জন্যে।’

ষষ্ঠ-নবম শ্রেণিতে ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়নের সূচি - dainik shiksha ষষ্ঠ-নবম শ্রেণিতে ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়নের সূচি শিক্ষার্থীদের জন্য পাঠ্যবইয়ের সংশোধনী প্রকাশ - dainik shiksha শিক্ষার্থীদের জন্য পাঠ্যবইয়ের সংশোধনী প্রকাশ কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে শিক্ষা কর্মকর্তা রেবেকার অনিয়মই যেনো নিয়ম! - dainik shiksha শিক্ষা কর্মকর্তা রেবেকার অনিয়মই যেনো নিয়ম! সনদ জালিয়াতিতে শনাক্ত আরো কয়েকজন নজরদারিতে - dainik shiksha সনদ জালিয়াতিতে শনাক্ত আরো কয়েকজন নজরদারিতে শিক্ষা প্রশাসনে বড় রদবদল - dainik shiksha শিক্ষা প্রশাসনে বড় রদবদল আকাশে মেঘ দেখলেই স্কুল ছুটি - dainik shiksha আকাশে মেঘ দেখলেই স্কুল ছুটি প্রশ্নফাঁসে শিক্ষক চাই না - dainik shiksha প্রশ্নফাঁসে শিক্ষক চাই না please click here to view dainikshiksha website Execution time: 0.0031750202178955