গাজীপুরে হাসনাত আবদুল্লাহর ওপর সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে রাজধানীর বাংলামোটর বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)।
রোববার (৪ মে) রাত ১০টার পরে এই বিক্ষোভ সমাবেশ শুরু হয়। বিক্ষোভকারীরা হাসনাত আব্দুল্লাহর ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে ২৪ ঘণ্টার মধ্যে বিচারের দাবি জানান। এর আগে সন্ধ্যা ৭টার ফেসবুকের এক পোস্টে হাসনাতের ওপর হামলার কথা জানান এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
আরো পড়ুন: হাসনাতের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ
এ সময় বিক্ষোভকারীদের ‘হাসনাত, হাসনাত’ বলে শ্লোগান দিতে শোনা যায়। এ ছাড়া দলটির নেতারা ‘'আপস না সংগ্রাম, সংগ্রাম, সংগ্রাম’, ‘আওয়ামী লীগের বিরুদ্ধে, অ্যাকশন টু অ্যাকশন’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘নিষিদ্ধ নিষিদ্ধ করো, আওয়ামী লীগ নিষিদ্ধ করো’, ‘হাসনাতের রক্ত বৃথা যেতে দেব না’, ‘জুলাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’, ‘সন্ত্রাসীদের বিরুদ্ধে, অ্যাকশন অ্যাকশন’ ইত্যাদি শ্লোগান দেন।
প্রসঙ্গত, রোববার (৪ মে) সন্ধ্যায় গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনা ঘটে।