বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এন্ট্রি লেভেলে শিক্ষব পদে নিয়োগের দাবিতে রাজধানীতে এনটিআরসিএ অফিস ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করছেন ১ থেকে ১২তম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ ও সনদধারীদের একাংশ। এসময় তারা যোগ্য নিবন্ধিতদের ডেটাবেস পৃথক করে নিয়োগের দাবিও জানান। রোববার সকাল থেকে এনটিআরসিএ নিবন্ধিত (১-১২তম) নিয়োগ প্রত্যাশী শিক্ষক পরিষদের ব্যানারে তারা এ শাটডাউন ও অবস্থান কর্মসূচি পালন করছেন ।
রোববার (২২ ডিসেম্বর) সকালে রাজধানীর ইস্কাটনের বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অফিস ঘেরাও করার সময় বিপুল পুলিশ উপস্থিত ছিলো। ।
আরো পড়ুন: এনটিআরসিএতে ১৭ বছর আওয়ামী লীগ মন্ত্রীর ভাগ্নি!
মানবন্ধনে বক্তৃতাকালে তারা অভিযোগ করেন, এনটিআরসিএতে কর্মরত কয়েকজন চেয়ারম্যান ও সচিবদের অদক্ষতা, উদাসীনতা ও দুর্নীতির মনোভাবের কারনে নানাভাবে বঞ্চিত হয়েছেন হাজার হাজার নিবন্ধনধারী। চেয়ারম্যান ও সচিব পদে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়োগের দাবি জানান তারা।