মুচলেকা দিলে মামলা থেকে মুক্তি পাবেন ববি শিক্ষার্থীরা: ভিসি | বিশ্ববিদ্যালয় নিউজ

মুচলেকা দিলে মামলা থেকে মুক্তি পাবেন ববি শিক্ষার্থীরা: ভিসি

অন্যদিকে ক্যান্সার আক্রান্ত শিক্ষার্থী জেবুন্নেছা হক জিমির মৃত্যুতে শোক প্রকাশ করে উপাচার্য বলেন, ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে সহায়তার আবেদন করেও না পাওয়ার বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

#বিশ্ববিদ্যালয় #ববি

মুচলেকা দিলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের করা মামলা ও জিটি থেকে মুক্তি পাবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) অভিযুক্ত শিক্ষার্থীরা। অন্যদিকে ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যাওয়া ছাত্রী জেবুন্নেছা হক জিমি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে সহায়তার আবেদন করেও না পাওয়ার বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও ৭ দিনের মধ্যে নতুন রেজিস্ট্রার নিয়োগ দেয়া হবে।

রোববার (৪ মে) বেলা সাড়ে ১১টায় ববি শিক্ষার্থীদের চলমান আন্দোলনসহ সামগ্রিক বিষয়ে উপাচার্য শুচিতা শরমিন তার বাসভবনে ডাকা সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

আরো পড়ুন: ৭ দিনের মধ্যে নতুন রেজিস্ট্রার নিয়োগ দেয়া হবে: ববি ভিসি

সংবাদ সম্মেলনে তিনি বলেন, সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী রেজিস্ট্রার মনিরুলকে পদ থেকে অপসারণ করা হয়েছে। আগামী ৭ দিনের মধ্যে বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন রেজিস্ট্রার নিয়োগ দেওয়া হবে।

এছাড়া শিক্ষার্থীদের নামে যে মামলা ও জিডি রয়েছে তা শিক্ষার্থীদের মুচলেকার মাধ্যমে প্রত্যাহার করে নেওয়া হবে। তবে ইংরেজি বিভাগের অধ্যাপক মোহাম্মদ মহসিন উদ্দিনকে সিন্ডিকেট ও অ্যাকাডেমিক কাউন্সিলের পদে পুনর্বহাল বিষয়ে হাইকোর্টের দারস্থ হয়েছেন, তাই আদালত সিদ্ধান্ত দেবেন। একই সঙ্গে ফ্যাসিস্ট সরকারের সমর্থক শিক্ষক কর্মকর্তাদের চিহ্নিত করতে ও ব্যবস্থা নিতে একজন সিন্ডিকেট সদস্যকে দায়িত্ব দেওয়া হয়েছে।

কয়েক সপ্তাহ ধরে শিক্ষার্থীরা সাবেক আওয়ামী লীগ নেতা রেজিস্ট্রার মনিরুলকে অপসারণসহ চার দফা দাবিতে আন্দোলন করছেন। এ আন্দোলন দমাতে গত সোমবার (২৮ এপ্রিল) সহকারী রেজিস্ট্রার (নিরাপত্তা) কে এম সানোয়ার পারভেজ লিটন ১০ জনের নাম উল্লেখসহ আরও ১০-১২ জন অজ্ঞাতপরিচয় শিক্ষার্থীর বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেন। এর আগে উপাচার্যের বাসভবনের গেট ভাঙচুরের অভিযোগে গত ১৬ ফেব্রুয়ারি ৩২ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানায় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার সহকারী রেজিস্ট্রার কেএম সানোয়ার পারভেজ লিটন বাদী হয়ে এ মামলা করেছিলেন।

#বিশ্ববিদ্যালয় #ববি