তিতুমীরের শিক্ষার্থীদের সঙ্গে বসতে চায় মন্ত্রণালয় | কলেজ নিউজ

তিতুমীরের শিক্ষার্থীদের সঙ্গে বসতে চায় মন্ত্রণালয়

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের (কলেজ শাখা) যুগ্মসচিব নুরুজ্জামান বলেন, সরকার বারবার জানিয়েছে, তিতুমীরকে আলাদা বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি মানার সুযোগ এই মুহূর্তে নেই। কিন্তু তারা বুঝতে চাচ্ছেন না। সড়ক আটকে আন্দোলন করে দাবি-দাওয়া আদায়ের অবস্থা এখন নেই।

#সরকারি তিতুমীর কলেজ #কলেজ #শিক্ষার্থী

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আন্দোলনে নামা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসতে চায় শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করতে সোমবার সন্ধ্যায় তিতুমীর ক্যাম্পাসে অবস্থান করছিলেন মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা।

এসব কর্মকর্তা যখন ক্যাম্পাসে আলোচনার প্রস্তাব নিয়ে যান, তখন দাবি আদায়ে মহাখালী রেলক্রসিংয়ে সড়ক ও রেলপথ আটকে অবস্থান করছিলেন তিতুমীরের শিক্ষার্থীরা। আর তিতুমীর ক্যাম্পাসের ফটকে চলছিল ‘আমরণ অনশন’।

এদিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের (কলেজ শাখা) যুগ্মসচিব নুরুজ্জামান বলেন, আমরা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার জন্য কলেজ ক্যাম্পাসে অবস্থান করছি। বিশ্ববিদ্যালয় রূপান্তর সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্ত। এর বাইরে আমরা অন্যান্য দাবির বিষয়ে তাদের সঙ্গে আলোচনা করব।

তিনি বলেন, সরকার বারবার জানিয়েছে, তিতুমীরকে আলাদা বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি মানার সুযোগ এই মুহূর্তে নেই। কিন্তু তারা বুঝতে চাচ্ছেন না। সড়ক আটকে আন্দোলন করে দাবি-দাওয়া আদায়ের অবস্থা এখন নেই।

আরো পড়ুন:

তিতুমীর শিক্ষার্থীদের রেললাইন অবরোধ, ৪ প্লাটুন বিজিবি মোতায়েন

রেললাইন অবরোধ তিতুমীর কলেজ শিক্ষার্থীদের

তিতুমীর কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী জুলকারনাইন বলেন, মন্ত্রণালয়ের কর্মকর্তারা ক্যাম্পাসে এসে আমাদেরকে আলোচনায় বসার কথা বলছেন। তবে আমরা সড়ক ও রেলপথ ছেড়ে সেখানে যাব না। তারা মহাখালী রেলক্রসিংয়ে এসে আমাদের সঙ্গে আলোচনা করুক।

এদিন বিকেল পৌনে ৪টার দিকে মহাখালী রেলক্রসিংয়ে রেললাইন অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে মহাখালী রেলগেটে আটকা পড়ে দুই ট্রেন। ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

অবরোধের পর শিক্ষার্থী আলী আহাম্মেদ মাইকে ঘোষণা দিয়ে বলেন, প্রধান উপদেষ্টা বা শিক্ষা উপদেষ্টাকে এখানে এসে তিতুমীরকে বিশ্ববিদ্যালয়ের ঘোষণা দিতে হবে। না হলে আমরা রেললাইন ছাড়ব না। আমাদের এইটাই দাবি।

আলী আহাম্মেদ আরো বলেন, আমরা সাধারণ মানুষের কাছে ক্ষমা চাইছি। রাষ্ট্র আমাদের এখানে এনে দাঁড় করিয়েছে।

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে টানা ষষ্ঠ দিনের মতো সড়ক অবরোধ করার পর মহাখালী রেলক্রসিংয়ে অবস্থান নেন শিক্ষার্থীরা।

#সরকারি তিতুমীর কলেজ #কলেজ #শিক্ষার্থী