এমসি কলেজে ধর্ষণ : শিক্ষা ক্যাডার কর্মকর্তার শাস্তি হচ্ছে - দৈনিকশিক্ষা

এমসি কলেজে ধর্ষণ : শিক্ষা ক্যাডার কর্মকর্তার শাস্তি হচ্ছে

নিজস্ব প্রতিবেদক |

সিলেটের এমসি কলেজের ছাত্রবাসে ধর্ষণের ঘটনায় এক শিক্ষা ক্যাডার কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা ক্যাডার কর্মকর্তা ও কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক কৃষ্ণ আচার্য্য ওই সময় কলেজের ছাত্রাবাসে তত্ত্বাবধায়কের দায়িত্বে ছিলেন। তার বিরুদ্ধে ছাত্রবাসে বহিরাগতদের অবস্থান পর্যবেক্ষণে ব্যর্থ হওয়ায় ও তত্ত্বাবধায়কের দায়িত্ব যথাযথভাবে পালন না করার অভিযোগের প্রমাণ পেয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

তাই এ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া শুরু করেছে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। প্রাথমিকভাবে বিধি অনুসারে তাকে শোকজ করা হয়েছে। গতকাল সোমবার (২৪ মে) তাকে শোকজ নোটিশ পাঠিয়েছে মন্ত্রণালয়। 

মন্ত্রণালয় বলছে, সহযোগী অধ্যপক কৃষ্ণ আচার্য্যের বিরুদ্ধে ছাত্রাবাসে বহিরাগতদের অবস্থান পর্যবেক্ষণ করতে ব্যর্থ হওয়ার অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তা হিসেবে এ কার্যকালাপ সরকারি চাকরির শৃঙ্খলা ও আচরণ বিধি পরিপন্থী ও শাস্তিযোগ্য অপরাধ। 

তাই এ শিক্ষা ক্যাডার কর্মকর্তাকে অদক্ষতা ও অসদাচরণে অভিযুক্ত করেছে মন্ত্রণালয়। শোকজ নোটিশে মন্ত্রণালয় বলেছে, আপনার বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে না তার কারণ অভিযোগনামা প্রাপ্তির মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেনের কাছে  লিখিতভাবে জমা দেয়ার নির্দেশ দেয়া হলো। তিনি ব্যাক্তিগত শুনানি চাইলে তাও শোকজের জবাবে উল্লেখ করতে বলা হয়েছে।

জানা গেছে, ২০২০ খ্রিষ্টাব্দের ২৫ সেপ্টেম্বর সিলেটের এমসি কলেজে স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হন এক নারী। এরপর দিন সকালে নির্যাতিতা গৃহবধূর স্বামী বাদী হয়ে শাহপরাণ থানায় ছাত্রলীগ কর্মী সাইফুর রহমানকে প্রধান আসামী করে নয় জনের বিরুদ্ধে মামলা করেন।

মামলায় অভিযুক্তরা হলেন, এমসি কলেজ ছাত্রলীগকর্মী সাইফুর রহমান, কলেজের ইংরেজি বিভাগের মাস্টার্সের ছাত্র শাহ মাহবুবুর রহমান রনি, মাহফুজুর রহমান মাছুম, অর্জুন লস্কর ও বহিরাগত ছাত্রলীগ কর্মী রবিউল এবং তারেক আহমদ।

পুলিশ জানিয়েছিল, সেদিন ওই নববধূ তার স্বামীর সঙ্গে এমসি কলেজে ঘুরতে আসেন। এক পর্যায়ে তার স্বামী সিগারেট খাওয়ার জন্য কলেজের গেইটের বাইরে বের হন। এ সময় ৬ থেকে ৭ জন যুবক তরুণীকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে এমসি কলেজ ছাত্রাবাস এলাকায় ধর্ষণ করে। তার স্বামী প্রতিবাদ করলে তাকে মারধর করা হয়।

শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু - dainik shiksha চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু স্কুল-কলেজ খুলছে রোববার, ক্লাস চলবে শনিবারও - dainik shiksha স্কুল-কলেজ খুলছে রোববার, ক্লাস চলবে শনিবারও প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় - dainik shiksha প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে পরীক্ষার আগেই হবু শিক্ষকদের হাতে পৌঁছে যায় উত্তরপত্র: ডিবি - dainik shiksha পরীক্ষার আগেই হবু শিক্ষকদের হাতে পৌঁছে যায় উত্তরপত্র: ডিবি দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে নারীদের আইসিটিতে দক্ষ হতে হবে: শিক্ষা প্রতিমন্ত্রী - dainik shiksha নারীদের আইসিটিতে দক্ষ হতে হবে: শিক্ষা প্রতিমন্ত্রী ডিগ্রি তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্তির সভা ৩০ এপ্রিল - dainik shiksha ডিগ্রি তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্তির সভা ৩০ এপ্রিল বুয়েটে সিসিটিভি ফুটেজে ধরা পড়লো হিজবুত তাহরীরের লিফলেট বিতরণ - dainik shiksha বুয়েটে সিসিটিভি ফুটেজে ধরা পড়লো হিজবুত তাহরীরের লিফলেট বিতরণ এইচএসসির ফল জালিয়াতির অডিয়ো ফাঁস - dainik shiksha এইচএসসির ফল জালিয়াতির অডিয়ো ফাঁস please click here to view dainikshiksha website Execution time: 0.0066628456115723