ডিআইইউতে ১০ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবিতে মানবন্ধন - দৈনিকশিক্ষা

ডিআইইউতে ১০ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবিতে মানবন্ধন

দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক |

দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক : সম্প্রতি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বহিস্কার হওয়া ১০ শিক্ষার্থীর বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবিতে ইউজিসিতে অবস্থানের ঘোষণা দিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশ৷ একইসঙ্গে অবিলম্বে তাদের বহিস্কারাদেশ প্রত্যাহার দাবি করেছেন। দাবি আদায় না হলে প্রাইভেট বিশ্ববিদ্যালয়টি  ঘেরাও করা হবে বলেও জানান সাংবাদিক নেতারা৷  

বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে "ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির" ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়৷

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সভাপতি ওমর ফারুক বলেন, ক্যাম্পাসে সাংবাদিকতা করার দায়ে সাময়িক বহিষ্কার করে যে অবিচার করা হয়েছে সে সম্পর্কে আমি একটু আগে ভিসিকে কল করেছিলাম৷ তিনি কল রিসিভ করেন নাই৷ এই ধরনের অপরাধ কিছুতেই সহ্য করা যায়না৷ প্রতিটি বিশ্ববিদ্যালয়ে সংবাদদাতা রয়েছে৷

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সোহেল হায়দার চৌধুরী বলেন, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি নিকৃষ্ট কাজ করেছে। ইউনিভার্সিটির অন্যতম ট্রাস্টি ও সাবেক সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারীকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনি টকশো'তে মিষ্টি মিষ্টি কথা বলেন, আপনাকে সতর্ক করে দিতে চাই। আপনাকে অবিলম্বে বহিষ্কারাদেশ প্রত্যাহার করতে হবে। ভিসি মহোদয়, আপনি বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নিন। নতুবা আপনাদের দুজনের অফিস নয়, বাড়িও ঘোরাও করা হবে।’ 

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আকতার হোসেন বলেন, ছাত্রদের অবশ্যই বহিস্কারাদেশ প্রত্যাহার করতে হবে, একইসাথে তাদের সাংবাদিকতা করতে দিতে হবে। বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করা না গেলে এর পরিনাম ভালো হবেনা।

ঢাকা রিপোর্টাস ইউনিটি'র সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ বলেন, বিশ্ববিদ্যালয় কারও নিজের নিয়ম অনুযায়ী চলবে না। বিশ্ববিদ্যালয়কে দেশের প্রচলিত আইন অনুযায়ী চলতে হবে। অবিলম্বে শিক্ষার্থীদের বহিস্কারাদেশ প্রত্যাহার করে তাদের মর্যাদা দিয়ে সাংবাদিকতা করার পূর্ণাঙ্গ সুযোগ দিতে হবে৷ না হলে আমরা আমাদের মতো করে ব্যবস্থা নিব৷ আন্দোলন কিভাবে করতে হয় আর দাবি কিভাবে আদায় করতে হয় সেটা সাংবাদিক সমাজ জানে৷

ঢাকা রিপোর্টাস ইউনিটি'র সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ বলেন, যদি সল্প সময়ে বহিষ্কারাদেশ প্রত্যাহার না করা হয় তাহলে  বিশ্ববিদ্যালয়টিতে শিক্ষা হয় নাকি ব্যবসা হয় সেটি সবার সামনে তুলে ধরা হবে৷ 

মানববন্ধনে আরও বক্তব্য দেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ সোহেলী চৌধুরী, কার্যনির্বাহী সদস্য সাজেদা হক,  এডুকেশন রিপোর্টাস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আকতারুজ্জামান, যুগ্ম সম্পাদক মুরাদ মজুমদারসহ অনেকে।

এদিকে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ বারবার বলে এসেছে, বিশ্ববিদ্যালয়ের নিয়ম ভঙ্গ করায় সম্প্রতি সাময়িক বহিস্কার হওয়ার ১০ জনের মধ্যে কয়েকজন  ইতিমধ্যে মুচলেকা দিয়ে নিয়মিত ক্লাস করার অনুমতি পেয়েছে। বহিস্কৃতদের মধ্যে দুইজনের একজন পাঁচ বছর ধরে অনিয়মিত ছাত্র এবং তাদের বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে নানা অপপ্রচার করার দায়ে এবং সাংবাদিক নেতাদের কাছে গিয়ে বিশ্ববিদ্যালয় সম্পর্কে ভুল তথ্য দেয়ার অভিযোগও বহিস্কৃতদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে। বহিস্কৃত কয়েকজনের বিরুদ্ধে সাইবার  আইনে মামলার কথাও বলে আসছে ডিআইইউ। 

রোববার থেকে সরকারি প্রাথমিকে মর্নিং স্কুল, খোলার প্রজ্ঞাপন জারি - dainik shiksha রোববার থেকে সরকারি প্রাথমিকে মর্নিং স্কুল, খোলার প্রজ্ঞাপন জারি প্রাথমিক বিদ্যালয়ে শনিবারের ছুটি বহাল থাকছে - dainik shiksha প্রাথমিক বিদ্যালয়ে শনিবারের ছুটি বহাল থাকছে ফের আন্দোলনের হুশিয়ারি চুয়েট শিক্ষার্থীদের - dainik shiksha ফের আন্দোলনের হুশিয়ারি চুয়েট শিক্ষার্থীদের গরমে কলেজে কোচিং, দুদিনে অসুস্থ ৮ ছাত্রী - dainik shiksha গরমে কলেজে কোচিং, দুদিনে অসুস্থ ৮ ছাত্রী কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে নিবন্ধিত শিক্ষক নিয়োগে এনটিআরসির নতুন নির্দেশনা - dainik shiksha নিবন্ধিত শিক্ষক নিয়োগে এনটিআরসির নতুন নির্দেশনা দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে জাল সনদে চাকরি করছে কয়েক হাজার হেলথ টেকনোলজিস্ট - dainik shiksha জাল সনদে চাকরি করছে কয়েক হাজার হেলথ টেকনোলজিস্ট ফের আন্দোলনের হুশিয়ারি চুয়েট শিক্ষার্থীদের - dainik shiksha ফের আন্দোলনের হুশিয়ারি চুয়েট শিক্ষার্থীদের আইনি লড়াইয়ে যাচ্ছেন শিক্ষক নেতা কাওছার শেখ - dainik shiksha আইনি লড়াইয়ে যাচ্ছেন শিক্ষক নেতা কাওছার শেখ please click here to view dainikshiksha website Execution time: 0.0063791275024414