বাজেটে শিক্ষা সরকারিকরণের নির্দেশনা না থাকায় ক্ষোভ - দৈনিকশিক্ষা

বাজেটে শিক্ষা সরকারিকরণের নির্দেশনা না থাকায় ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক |

২০২২-২৩ অর্থবছরে বাজেটে মাধ্যমিক শিক্ষা সরকারিকরণের নির্দেশনা না থাকায় ক্ষোভ প্রকাশ করেছে প্রাচীন শিক্ষক সংগঠন ‘বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)’। বৃহস্পতিবার বিকেলে সংসদে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এরপর রাজধানীর সুবজ বিদ্যাপীঠ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের কার্যালয়ে বাজেট পর্যালোচনা সভা করে বিটিএ নেতারা ক্ষোভ প্রকাশ করেছেন। বৃহস্পতিবার রাত আটটার দিকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে।

 

জানা গেছে, সংগঠনটির সভাপতি অধ্যক্ষ মো. বজলুর রহমান মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ কাওছার আহমেদের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি অধ্যক্ষ মো. আবুল কাশেম, সহ সভাপতি আলী আসগর হাওলাদার, বেগম নূরুন্নাহার, যুগ্ম সাধারণ সম্পাদক আবু জামিল মো. সেলিম, সাংগঠনিক সম্পাদক মো. ইকবাল হোসেন, দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনসহ অনেকে। 

সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানিয়েছে, সভায় নেতারা ২০২২-২৩ অর্থবছরে জাতীয় সংসদে উত্থাপিত বাজেট পর্যালোচনা করে বক্তব্য রাখেন। তারা বলেন, বাজটে জীবন-জীবিকা সংরক্ষণ, অর্থনৈতিক সমৃদ্ধি, ধরিত্রিকে সুরক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, শান্তি-সম্প্রীতি ও সুশাসন নিশ্চিত এবং উন্নয়ন লক্ষ্যগুলো গুরুত্বসহকারে বিবেচনাসহ রূপকল্প-২০৪১ এর ওপর বিশেষ গুরুত্ব দেয়া হলেও শিক্ষা ক্ষেত্রে গুরুত্ব দেয়া হয়নি। নেতারা আরও বলেন, ইউনেস্কো ও আইএলওর সুপারিশ ও আন্তর্জাতিক মান অনুযায়ী শিক্ষা খাতে জাতীয় বাজেটের ২০ শতাংশ বা জিডিপির ৬ শতাংশ বরাদ্দ রাখা প্রয়োজন। বাজেটে শিক্ষা খাতে ২০২১-২০২২ অর্থবছরের চেয়ে টাকার অংকে বরাদ্দ কিছুটা বাড়লেও মোট বাজেট ও জিডিপির আনুপাতিক হারে কম হওয়ায় এবং মাধ্যমিক শিক্ষা সরকারিকরণের দিকনির্দেশনা না থাকায় ক্ষোভ প্রকাশ করেন।

নেতারা আরও বলেন, কোভিড-১৯ অতিমারির কারণে বিগত ২ বছর দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষাব্যবস্থায় যে চ্যালেঞ্জ তৈরি হয়েছে তা মোকাবিলার জন্য এবং লেখাপড়া বন্ধ হয়ে যাওয়া প্রান্তিক জনগোষ্ঠীর ছেলেমেয়েদের বিশেষ করে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের শিক্ষার মূল ধারায় ফিরিয়ে আনার জন্য মাধ্যমিক শিক্ষা সরকারিকরণ এখন সময়ের দাবি। 

তাই বাজেটে মাধ্যমিক শিক্ষা সরকারিকরণের দিকনির্দেশনা অপরিহার্য ছিল। করেনার সময় অনলাইন ক্লাসের অভিজ্ঞতাকে মাথায় রেখে ভবিষ্যৎ যে কোন প্যান্ডামিক পরিস্থিতি মোকাবিলার জন্য শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকের মত ডিজিটাল ডিভাইস দেয়ার জন্যও বরাদ্দ বৃদ্ধির প্রয়োজন ছিল। জাতীয় সংসদে বাজেট উত্থাপিত হয়েছে। বাজেটের ওপর পর্যালোচনা করে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের লক্ষ্যে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাব করেন নেতারা।  

শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল   SUBSCRIBE  করতে ক্লিক করুন।

চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু - dainik shiksha চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু স্কুল-কলেজ খুলছে রোববার, ক্লাস চলবে শনিবারও - dainik shiksha স্কুল-কলেজ খুলছে রোববার, ক্লাস চলবে শনিবারও প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় - dainik shiksha প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে পরীক্ষার আগেই হবু শিক্ষকদের হাতে পৌঁছে যায় উত্তরপত্র: ডিবি - dainik shiksha পরীক্ষার আগেই হবু শিক্ষকদের হাতে পৌঁছে যায় উত্তরপত্র: ডিবি দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে নারীদের আইসিটিতে দক্ষ হতে হবে: শিক্ষা প্রতিমন্ত্রী - dainik shiksha নারীদের আইসিটিতে দক্ষ হতে হবে: শিক্ষা প্রতিমন্ত্রী ডিগ্রি তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্তির সভা ৩০ এপ্রিল - dainik shiksha ডিগ্রি তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্তির সভা ৩০ এপ্রিল বুয়েটে সিসিটিভি ফুটেজে ধরা পড়লো হিজবুত তাহরীরের লিফলেট বিতরণ - dainik shiksha বুয়েটে সিসিটিভি ফুটেজে ধরা পড়লো হিজবুত তাহরীরের লিফলেট বিতরণ এইচএসসির ফল জালিয়াতির অডিয়ো ফাঁস - dainik shiksha এইচএসসির ফল জালিয়াতির অডিয়ো ফাঁস please click here to view dainikshiksha website Execution time: 0.0070719718933105