দলে আমার জায়গা নেই, বললেন মাশরাফি - দৈনিকশিক্ষা

দলে আমার জায়গা নেই, বললেন মাশরাফি

নিজস্ব প্রতিবেদন |

ওয়ানডে বিশ্বকাপে দল হিসেবে ভালো করতে পারেনি বাংলাদেশ। ৮ ম্যাচে ৩ জয় নিয়ে দেশে ফেরে মাশরাফি বিন মুর্তজা বাহিনী। দলের পাশাপাশি অধিনায়ক নিজেও পারফর্ম করতে পারেননি। সব ম্যাচ খেলে শিকার করেন মাত্র ১ উইকেট। বিশ্বকাপে এমন পারফরম্যান্সের পর ওয়ানডে স্কোয়াডে জায়গা পাওয়ার আশা করেন না ওয়ানডে অধিনায়ক।

দলে ফেরার বিষয়টি সম্পূর্ণ নির্বাচকদের ওপর ছেড়ে দিয়েছেন মাশরাফি। তার জায়গায় অন্য কেউ থাকলে আরো আগেই বাদ পড়তে হত তাকে। তাই এই পারফরম্যান্সের পর ওয়ানডে দলে ফের সুযোগ পাওয়ার কথা বলতে চাইছেন না তিনি।

বঙ্গবন্ধু বিপিএলে ঢাকা প্লাটুনের হয়ে অধিনায়কত্ব করছেন ম্যাশ। শুক্রবার রংপুর রেঞ্জার্সের বিপক্ষে হারের পর মিরপুরে সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ৮ ম্যাচে ১ উইকেট পাওয়ার পর আমি আশা করি না, আমাকে স্কোয়াডে নেয়া হবে। সত্যি বলছি, এটা নির্বাচকদের ব্যাপার। তারা যদি মনে করে আমাকে সুযোগ দেবে। আমি সুযোগ পেলে আমার সর্বোচ্চ চেষ্টা করব। কিন্তু এ মুহূর্তে কীভাবে বলি, আমি জাতীয় দলে সুযোগ পাব। আমার জায়গায় অন্য কেউ হলে তো আরও আগে বাদ পড়ত।

বিশ্বকাপের পর শ্রীলংকা সিরিজে খেলার কথা ছিল মাশরাফির। কিন্তু চোটের কারণে সেই সিরিজে যাওয়া হয়নি তার। লম্বা সময় আছেন মাঠের বাইরে। তাই তখন যে সুযোগ এসেছিল, সেটা সামনে নাও আসতে পারে বলে মনে করেন ওয়ানডে অধিনায়ক।

মাশরাফি বলেন, নির্বাচকরা যদি সুযোগ দেন, তা হলে অবশ্যই দেশের জন্য কলার উঁচু করেই মাঠে নামব। শ্রীলংকা সিরিজে হয়তো আমার ফিরে আসার সুযোগ ছিল। এরপর আবার বিরতি এসেছে। আমি তো জানি না, নির্বাচকদের কি চিন্তা-ভাবনা আছে। আমার সঙ্গে আলোচনাও করেনি তারা। একজন খেলোয়াড় হিসেবে যেভাবে চিন্তা করা উচিত, আমি সেভাবেই করছি, খেলছি। উপভোগ করছি। যদি উনারা মনে করেন, ওয়ানডেতে আমার খেলা উচিৎ। অবশ্যই আমি আছি। দিন শেষে আমার কাছে ক্রিকেটটাই সব।

উল্লেখ্য, জাতীয় দলের এই পেসার এ পর্যন্ত ২১৭ ওয়ানডে খেলে ২৬৬ উইকেট পেয়েছেন।

রোববার থেকে সরকারি প্রাথমিকে মর্নিং স্কুল, খোলার প্রজ্ঞাপন জারি - dainik shiksha রোববার থেকে সরকারি প্রাথমিকে মর্নিং স্কুল, খোলার প্রজ্ঞাপন জারি প্রাথমিক বিদ্যালয়ে শনিবারের ছুটি বহাল থাকছে - dainik shiksha প্রাথমিক বিদ্যালয়ে শনিবারের ছুটি বহাল থাকছে ফের আন্দোলনের হুশিয়ারি চুয়েট শিক্ষার্থীদের - dainik shiksha ফের আন্দোলনের হুশিয়ারি চুয়েট শিক্ষার্থীদের গরমে কলেজে কোচিং, দুদিনে অসুস্থ ৮ ছাত্রী - dainik shiksha গরমে কলেজে কোচিং, দুদিনে অসুস্থ ৮ ছাত্রী কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে নিবন্ধিত শিক্ষক নিয়োগে এনটিআরসির নতুন নির্দেশনা - dainik shiksha নিবন্ধিত শিক্ষক নিয়োগে এনটিআরসির নতুন নির্দেশনা দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে জাল সনদে চাকরি করছে কয়েক হাজার হেলথ টেকনোলজিস্ট - dainik shiksha জাল সনদে চাকরি করছে কয়েক হাজার হেলথ টেকনোলজিস্ট ফের আন্দোলনের হুশিয়ারি চুয়েট শিক্ষার্থীদের - dainik shiksha ফের আন্দোলনের হুশিয়ারি চুয়েট শিক্ষার্থীদের আইনি লড়াইয়ে যাচ্ছেন শিক্ষক নেতা কাওছার শেখ - dainik shiksha আইনি লড়াইয়ে যাচ্ছেন শিক্ষক নেতা কাওছার শেখ please click here to view dainikshiksha website Execution time: 0.0035309791564941