প্রধানমন্ত্রীর এপিএস পরিচয়ে প্রতারণা : বহিষ্কৃত ছাত্রলীগ নেতা গ্রেফতার - দৈনিকশিক্ষা

প্রধানমন্ত্রীর এপিএস পরিচয়ে প্রতারণা : বহিষ্কৃত ছাত্রলীগ নেতা গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি |

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহকারী প্রেস সেক্রেটারী মো. আশরাফ সিদ্দিকী বিটুর নাম ব্যবহার করে প্রতারণার অভিযোগে জেলা ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।  গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতা সাজ্জাদ আলী দুর্গাপুর উপজেলার বেলঘড়িয়া গ্রামের মো. ইদ্রিস আলীর ছেলে। তিনি সদ্য বিলুপ্ত হওয়া রাজশাহী জেলা ছাত্রলীগের বহিষ্কৃত যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিনি দুই বছরে আগে দুর্গাপুরে অস্ত্রসহ গ্রেফতার হয়েছিলেন।

গতকাল বুধবার (২৮ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আরএমপির সাইবার ক্রাইম ইউনিট নগরের কাজীহাটা এলাকার ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারের পর বৃহস্পতিবার (২৯ জুলাই) দুপুরে ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে তাকে আদালতে পাঠায় পুলিশ। 

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম দৈনিক শিক্ষাডটকমকে জানান, প্রতারণার কাজে ব্যবহৃত ৪টি মোবাইল ফোন ও ১ টি ল্যাপটপ উদ্ধার হয়েছে। 

রাজপাড়া থানা সূত্রে জানা গেছে, মো. মহিউদ্দিন মাহমুদ জয় নামের এক ব্যক্তির অভিযোগ করেন যে, সাজ্জাদ আলী দীর্ঘদিন ধরে নিজেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহকারী প্রেস সেক্রেটারী পরিচয় দিয়ে বিভিন্ন সময়ে ফোন করে মন্ত্রী, সংসদ সদস্য, কেন্দ্রীয় রাজনীতিবিদ, সরকারি উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে চাকরির তদবীর ও অর্থ দাবি করাসহ বিভিন্ন অনৈতিক সুবিধা আদায় করে আসছিলেন।

ছবি : সংগ্রহীত

এরই ধারাবাহিকতায় সাজ্জাদ গত ২৭ জুলাই কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের মোবাইল ফোনে কল করে নিজেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহকারী প্রেস সেক্রেটারী মো. আশরাফ সিদ্দিকী বিটু পরিচয় দেন। পরে তিনি বিলুপ্ত হয়ে যাওয়া রাজশাহী জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণার তারিখ জানতে চান। এসময় তিনি দ্রুত কমিটি ঘোষণার নির্দেশ দেয়ার পাশাপাশি মহিউদ্দিন মাহমুদ জয় নামে ছাত্রলীগের একজনকে নতুন কমিটিতে না রাখারও নির্দেশ দেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।

এরপর আরএমপির সাইবার ক্রাইম ইউনিট অভিযোগের সত্যতা যাচাই করে। পরবর্তীতে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযুক্তকে শনাক্ত করে। তার অবস্থান জেনে বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সাইবার ক্রাইম ইউনিটের তথ্যের ভিত্তিতে রাজপাড়া থানা পুলিশ অভিযান পরিচালনা করে সাজ্জাদকে গ্রেফতার করে। 

সদ্য বিলুপ্ত হওয়া রাজশাহী জেলা ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমান হাবিব দৈনিক শিক্ষাডটকমকে বলেন, ‘আগে থেকে সে বিভিন্ন ধরনের প্রতারণার সঙ্গে জড়িত ছিল। সে একজন বড় মাপের প্রতারক।’ 

সাধারণ সম্পাদক মেরাজুল ইসলাম মেরাজ দৈনিক শিক্ষাডটকমকে জানান, ‘দুই বছর আগে দুর্গাপুরে অস্ত্রসহ গ্রেফতারের পরে সাজ্জাদকে বহিষ্কার করা হয়। তার সাথে জেলা ছাত্রলীগের সাথে তার কোন ধরনের সম্পৃক্ততা ছিলো না।’ 

রাজপাড়া থানার ওসি মাজহারুল ইসলাম দৈনিক শিক্ষাডটকমকে বলেন, ‘তার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা হয়েছে। ১০ দিনের রিমান্ড আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।’

গত ১৬ জুলাই রাজশাহী জেলা ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ।

 

 

রোববার থেকে সরকারি প্রাথমিকে মর্নিং স্কুল, খোলার প্রজ্ঞাপন জারি - dainik shiksha রোববার থেকে সরকারি প্রাথমিকে মর্নিং স্কুল, খোলার প্রজ্ঞাপন জারি প্রাথমিক বিদ্যালয়ে শনিবারের ছুটি বহাল থাকছে - dainik shiksha প্রাথমিক বিদ্যালয়ে শনিবারের ছুটি বহাল থাকছে ফের আন্দোলনের হুশিয়ারি চুয়েট শিক্ষার্থীদের - dainik shiksha ফের আন্দোলনের হুশিয়ারি চুয়েট শিক্ষার্থীদের গরমে কলেজে কোচিং, দুদিনে অসুস্থ ৮ ছাত্রী - dainik shiksha গরমে কলেজে কোচিং, দুদিনে অসুস্থ ৮ ছাত্রী কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে নিবন্ধিত শিক্ষক নিয়োগে এনটিআরসির নতুন নির্দেশনা - dainik shiksha নিবন্ধিত শিক্ষক নিয়োগে এনটিআরসির নতুন নির্দেশনা দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে জাল সনদে চাকরি করছে কয়েক হাজার হেলথ টেকনোলজিস্ট - dainik shiksha জাল সনদে চাকরি করছে কয়েক হাজার হেলথ টেকনোলজিস্ট ফের আন্দোলনের হুশিয়ারি চুয়েট শিক্ষার্থীদের - dainik shiksha ফের আন্দোলনের হুশিয়ারি চুয়েট শিক্ষার্থীদের আইনি লড়াইয়ে যাচ্ছেন শিক্ষক নেতা কাওছার শেখ - dainik shiksha আইনি লড়াইয়ে যাচ্ছেন শিক্ষক নেতা কাওছার শেখ please click here to view dainikshiksha website Execution time: 0.0069200992584229