ধর্মঘট : যবিপ্রবির ভর্তি পরীক্ষায় ১০ ভাগ শিক্ষার্থী অংশ নিতে পারেনি - দৈনিকশিক্ষা

ধর্মঘট : যবিপ্রবির ভর্তি পরীক্ষায় ১০ ভাগ শিক্ষার্থী অংশ নিতে পারেনি

যশোর প্রতিনিধি |

বাস ও পরিবহন শ্রমিকদের ধর্মঘটের কারণে দুর্ভোগে পড়তে হয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ভর্তি পরীক্ষার্থীদের। রাস্তায় পরিবহন সংকট থাকায় বিপাকে পড়েছেন ভর্তিচ্ছুরা। পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা তুলনামূলক কম ছিল। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে বিষয়টি স্বীকার করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন।

অনেক পরীক্ষার্থী ভাড়া করা গাড়িতে পরীক্ষা দিতে এসেছেন। তবে রেলস্টেশন এবং জমায়েতের জায়গাগুলো থেকে পরীক্ষা কেন্দ্র পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বাসের ব্যবস্থা করা হয়েছে। সেগুলোতে করে পরীক্ষার্থীরা কেন্দ্রে যেতে পেরেছেন। তবে, অভিযোগ বাসের সংখ্যা অনেক কম।

কেন্দ্রগুলোতে পরীক্ষার্থীর সংখ্যা তুলনামূলক কম ছিল। পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এসে বিষয়টি স্বীকার করেন উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন। তিনি সংবাদিকদের বলেন, সাধারণত ৮০ শতাংশের বেশি পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেয়। কিন্তু আজকের পরীক্ষায় উপস্থিতি একটু কম। আপনারা জানেন একটি অঘোষিত ধর্মঘট চলছে। আর অনেক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা চলছে। তাই, ভর্তিচ্ছুদের ভোগান্তির কথা চিন্তা করে ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন তিনি। 

উপাচার্য আরও বলেন, আজকে ৭০ থেকে ৮০ শতাংশ উপস্থিতি রয়েছে। আমার মনে হয় দুই-তিন বা পাঁচ শতাংশ শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারেনি। তবে, ভোগন্তি কমাতে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, রেল স্টেশন থেকে ছাত্রদের পরীক্ষা কেন্দ্রে পোঁছে দেবে। ভর্তিচ্ছুরা যে কেন্দ্রে ঢুকবে সে কেন্দ্রেই পরীক্ষা নিবো। এসময় সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে বলেও জানান তিনি।    

এদিকে গত রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয়া হলেও ঢাকার বাইরের জেলাগুলোয় শ্রমিকরা তা মানছেন না। যার কারণে আজও সীমিত আকারে গাড়ি চলাচল করছে।

নতুন সড়ক আইন সংশোধনসহ ১০ দফা দাবিতে খুলনা বিভাগেও চলছে পরিবহন ধর্মঘট। এরমধ্যেই বৃহস্পতিবার ও শুক্রবার (২২ নভেম্বর) ৬টি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ধর্মঘট চললেও পূর্বনির্ধারিত সময়সূচিতে পরীক্ষা নিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ফলে ভোগান্তিতে পরতে হবে বলে শঙ্কা পরীক্ষার্থী ও অভিভাবকদের।

আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে ১১টা পর্যন্ত ‘এ’ ইউনিট, দুপুর সাড়ে ১২ থেকে ২টা পর্যন্ত ‘বি’ ইউনিট এবং বিকাল সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া শুক্রবার সকাল ৯টা থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত ‘ডি’ ইউনিট, বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ‘ই’ ইউনিট এবং বিকাল সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত ‘এফ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

রোববার থেকে সরকারি প্রাথমিকে মর্নিং স্কুল, খোলার প্রজ্ঞাপন জারি - dainik shiksha রোববার থেকে সরকারি প্রাথমিকে মর্নিং স্কুল, খোলার প্রজ্ঞাপন জারি প্রাথমিক বিদ্যালয়ে শনিবারের ছুটি বহাল থাকছে - dainik shiksha প্রাথমিক বিদ্যালয়ে শনিবারের ছুটি বহাল থাকছে ফের আন্দোলনের হুশিয়ারি চুয়েট শিক্ষার্থীদের - dainik shiksha ফের আন্দোলনের হুশিয়ারি চুয়েট শিক্ষার্থীদের গরমে কলেজে কোচিং, দুদিনে অসুস্থ ৮ ছাত্রী - dainik shiksha গরমে কলেজে কোচিং, দুদিনে অসুস্থ ৮ ছাত্রী কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে নিবন্ধিত শিক্ষক নিয়োগে এনটিআরসির নতুন নির্দেশনা - dainik shiksha নিবন্ধিত শিক্ষক নিয়োগে এনটিআরসির নতুন নির্দেশনা দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে জাল সনদে চাকরি করছে কয়েক হাজার হেলথ টেকনোলজিস্ট - dainik shiksha জাল সনদে চাকরি করছে কয়েক হাজার হেলথ টেকনোলজিস্ট ফের আন্দোলনের হুশিয়ারি চুয়েট শিক্ষার্থীদের - dainik shiksha ফের আন্দোলনের হুশিয়ারি চুয়েট শিক্ষার্থীদের আইনি লড়াইয়ে যাচ্ছেন শিক্ষক নেতা কাওছার শেখ - dainik shiksha আইনি লড়াইয়ে যাচ্ছেন শিক্ষক নেতা কাওছার শেখ please click here to view dainikshiksha website Execution time: 0.0030908584594727