রোহিঙ্গাদের জন্য এক শিক্ষকের নীল চুল, সবুজ দাঁড়ি - Dainikshiksha

রোহিঙ্গাদের জন্য এক শিক্ষকের নীল চুল, সবুজ দাঁড়ি

দৈনিকশিক্ষা ডেস্ক |

রোহিঙ্গা সংকট নিরসনে বিশ্বজুড়ে বিভিন্ন ব্যক্তি ও সংস্থা নানাভাবে চেষ্টা করে যাচ্ছে। চেষ্টা চলছে রোহিঙ্গাদের সহায়তায় অর্থ উত্তোলনের। এই চেষ্টায় অভিনব উপায় নিয়ে পথে নেমেছেন যুক্তরাজ্যের এক বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষক।

যুক্তরাজ্যের এজ হিল ইউনিভার্সিটির ভূগোলের প্রভাষক ড. তাসলিম শাকুর রোহিঙ্গা শরণার্থী ইস্যুর প্রতি ব্রিটেনবাসীর দৃষ্টি আকর্ষণ করতে নিজের কাঁচাপাকা চুল নীল আর দাঁড়ি সবুজ রঙে রাঙিয়েছেন।

শুধু তিনিই না, শিক্ষকের অভিনব, কিন্তু মহৎ এই উদ্দেশ্যের প্রতি সমর্থন জানিয়ে ড. শাকুরের বহু শিক্ষার্থীও তাদের চুল-দাঁড়ি-গোঁফে নানা কিম্ভূত রঙ করেছেন। কারও চুলের রঙ নীল, কারও সবুজ, কারও গোলাপি, কারও আবার রঙধনু!রোহিঙ্গা

তাদেরই একজন আইজ্যাক হোয়াইটহেড। শিক্ষকের সঙ্গে একাত্মতা জানিয়ে তিনি নিজের চুলদাঁড়ি প্রায় সবুজই করে ফেলেছেন। বিবিসি’কে তিনি বলেন, ক্লাসের লেকচার থেকেই আমি জেনেছি, মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতনে পালানো রোহিঙ্গা শরণার্থীদের ৫০ শতাংশ, অর্থাৎ তিন লাখেরও বেশি হলো শিশু। তাই আমার মনে হলো, অনেক হয়েছে। এখন সময় হয়েছে আমার নিজের পক্ষ থেকে কিছু করার।’

এ ব্যাপারে ড. শাকুর বিবিসি’কে বলেন, ‘এত বড় একটা মানবিক সংকট বিশ্বের ওই প্রান্তটায় হচ্ছে, অথচ পুরো পৃথিবী এ নিয়ে এখনো চুপচাপ। তাই ব্রিটেনসহ পশ্চিমা বিশ্বে আমরা শুধু একটা উপায়েই সচেতনতা সৃষ্টি করতে পারব, যদি আমরা অদ্ভুত কোনো রঙে আমাদের চুল রাঙাই। তখন আমরা লোকজনের নজরে আসব এবং তারা জানতে পারবে আমরা আসলে কী করছি।’

চুলে রঙ লাগানো ছাড়াও এক মাসের উপবাসও রেখেছেন ড. তাসলিম শাকুর। আর এই সচেতনতা বৃদ্ধির মাধ্যমে রোহিঙ্গাদের উদ্দেশ্যে অর্থ সাহায্যের জন্য এখন পর্যন্ত তিনি নিজ বিশ্ববিদ্যালয় থেকেই এক হাজার ব্রিটিশ পাউন্ডের বেশি সংগ্রহ করেছেন। আরও অর্থ সংগ্রহের আশাও করছেন তিনি।

রোববার থেকে সরকারি প্রাথমিকে মর্নিং স্কুল, খোলার প্রজ্ঞাপন জারি - dainik shiksha রোববার থেকে সরকারি প্রাথমিকে মর্নিং স্কুল, খোলার প্রজ্ঞাপন জারি প্রাথমিক বিদ্যালয়ে শনিবারের ছুটি বহাল থাকছে - dainik shiksha প্রাথমিক বিদ্যালয়ে শনিবারের ছুটি বহাল থাকছে ফের আন্দোলনের হুশিয়ারি চুয়েট শিক্ষার্থীদের - dainik shiksha ফের আন্দোলনের হুশিয়ারি চুয়েট শিক্ষার্থীদের গরমে কলেজে কোচিং, দুদিনে অসুস্থ ৮ ছাত্রী - dainik shiksha গরমে কলেজে কোচিং, দুদিনে অসুস্থ ৮ ছাত্রী কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে নিবন্ধিত শিক্ষক নিয়োগে এনটিআরসির নতুন নির্দেশনা - dainik shiksha নিবন্ধিত শিক্ষক নিয়োগে এনটিআরসির নতুন নির্দেশনা দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে জাল সনদে চাকরি করছে কয়েক হাজার হেলথ টেকনোলজিস্ট - dainik shiksha জাল সনদে চাকরি করছে কয়েক হাজার হেলথ টেকনোলজিস্ট ফের আন্দোলনের হুশিয়ারি চুয়েট শিক্ষার্থীদের - dainik shiksha ফের আন্দোলনের হুশিয়ারি চুয়েট শিক্ষার্থীদের আইনি লড়াইয়ে যাচ্ছেন শিক্ষক নেতা কাওছার শেখ - dainik shiksha আইনি লড়াইয়ে যাচ্ছেন শিক্ষক নেতা কাওছার শেখ please click here to view dainikshiksha website Execution time: 0.0077800750732422