স্লোগান দেয়া নিয়ে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া - দৈনিকশিক্ষা

স্লোগান দেয়া নিয়ে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া

মাগুরা প্রতিনিধি |

মাগুরায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে স্লোগান দেয়া নিয়ে ছাত্রলীগ ও ছাত্রদলের কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ইটপাটকেল ছোড়াছুড়ির ঘটনাও ঘটে। এ ঘটনার জন্য ছাত্রদল ও ছাত্রলীগ নেতাকর্মীরা পরস্পরকে দায়ী করেছেন।

মাগুরায় ছাত্রদল ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আনুষ্ঠানিকতা শুরুর আগেই ছাত্রলীগ ও ছাত্রদলের নেতাকর্মীরা শহরের হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ শহীদ মিনার চত্বরে জড়ো হয়ে দলীয় স্লোগান দিতে থাকেন। তবে শ্রদ্ধাঞ্জলি শেষ হয়ে যাওয়ার পরও ছাত্রদল স্লোগান অব্যাহত রাখে। এ অবস্থায় জেলা প্রশাসনের প্রচার মাইক থেকে হাততালি ও দলীয় স্লোগান বন্ধের আহ্বান জানানো হয়। এ সময় ছাত্রদল নেতাকর্মীরা স্লোগান দিতে দিতে শহীদ মিনার এলাকা ত্যাগ করতে থাকেন। তাদের হাতে তালি ও স্লোগান নিয়ে ছাত্রলীগ কর্মীরা আপত্তি তুললে উত্তেজনা শুরু হয়।

একপর্যায়ে শুরু হয় পাল্টাপাল্টি ধাওয়া। পরে ছাত্রদল কর্মীরা শহরের ভায়না এলাকায় এবং ছাত্রলীগ কর্মীরা সরকারি কলেজ সড়কের ডিসি কোর্ট মার্কেটের সামনে অবস্থান নিয়ে পরস্পরের দিকে ইটপাটকেল ছুড়তে থাকেন। খবর পেয়ে মাগুরা সদর থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গেছে।

এ বিষয়ে মাগুরা জেলা ছাত্রদল সভাপতি আবদুর রহিম বলেন, শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি শেষে আমরা ফিরে আসছি। আমাদের পেছনে জেলা বিএনপির আহ্বায়ক আলি আহমেদ দলীয় নেতাকর্মীদের সঙ্গে একই পথে ফিরছিলেন। এমন সময় মীর সুমনের নেতৃত্বে ছাত্রলীগ কর্মীরা বিএনপি নেতাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন, যা নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়।

ছাত্রদলের এ অভিযোগ অস্বীকার করে জেলা ছাত্রলীগ সভাপতি মীর মেহেদি হাসান রুবেল বলেন, শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি দিতে গিয়ে ছাত্রদলের হাততালি দিয়ে উল্লাস প্রকাশের ঘটনা খুবই ন্যক্কারজনক। তাদের কর্মকাণ্ড ছিল খুবই উসকানিমূলক। প্রশাসনের পক্ষ থেকে তাদের বারবার নিষেধ করার পরও তারা সেটি অব্যাহত রেখে শান্তিপূর্ণ পরিবেশে বিঘ্ন ঘটিয়েছেন।
এ ব্যাপারে মাগুরা সদর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ফুল দেয়া শেষে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করেছে।

তিনি আরও জানান, পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় গতকাল সন্ধ্যা পর্যন্ত কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি।

রোববার থেকে সরকারি প্রাথমিকে মর্নিং স্কুল, খোলার প্রজ্ঞাপন জারি - dainik shiksha রোববার থেকে সরকারি প্রাথমিকে মর্নিং স্কুল, খোলার প্রজ্ঞাপন জারি প্রাথমিক বিদ্যালয়ে শনিবারের ছুটি বহাল থাকছে - dainik shiksha প্রাথমিক বিদ্যালয়ে শনিবারের ছুটি বহাল থাকছে ফের আন্দোলনের হুশিয়ারি চুয়েট শিক্ষার্থীদের - dainik shiksha ফের আন্দোলনের হুশিয়ারি চুয়েট শিক্ষার্থীদের গরমে কলেজে কোচিং, দুদিনে অসুস্থ ৮ ছাত্রী - dainik shiksha গরমে কলেজে কোচিং, দুদিনে অসুস্থ ৮ ছাত্রী কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে নিবন্ধিত শিক্ষক নিয়োগে এনটিআরসির নতুন নির্দেশনা - dainik shiksha নিবন্ধিত শিক্ষক নিয়োগে এনটিআরসির নতুন নির্দেশনা দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে জাল সনদে চাকরি করছে কয়েক হাজার হেলথ টেকনোলজিস্ট - dainik shiksha জাল সনদে চাকরি করছে কয়েক হাজার হেলথ টেকনোলজিস্ট ফের আন্দোলনের হুশিয়ারি চুয়েট শিক্ষার্থীদের - dainik shiksha ফের আন্দোলনের হুশিয়ারি চুয়েট শিক্ষার্থীদের আইনি লড়াইয়ে যাচ্ছেন শিক্ষক নেতা কাওছার শেখ - dainik shiksha আইনি লড়াইয়ে যাচ্ছেন শিক্ষক নেতা কাওছার শেখ please click here to view dainikshiksha website Execution time: 0.006540060043335