ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম । ছবি: সংগৃহীত
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, বিশ্ববিদ্যালয়ে একটি গুপ্ত ছাত্র সংগঠন আছে, এই সংগঠনের নেতা-কর্মীরা সাম্য হত্যায় জড়িত। এদেরকে রাজপথেই দাঁতভাঙা জবাব দেয়া হবে।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ভবনের সামনে বিক্ষোভ থেকে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, গুপ্ত সংগঠনের নেতা-কর্মীরা এখনো নিজেদের পরিচয় দিতে লজ্জাবোধ করেন। তারা একাত্তরের পরাজিত শক্তি।
আরো পড়ুন: ঢাবি ভিসির বাসভবনের সামনে ছাত্রদলের অবস্থান
ঢাবির কলা ভবনের গেটে তালা দিলো ছাত্রদল
রাকিব আরো বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি মনে করে সোহরাওয়ার্দী উদ্যানে হত্যার দায় তাদের না তাহলে এটি একটি ভ্রান্ত ধারণা। এই হত্যাকাণ্ড শিকারের দায় অবশ্যই তাদের নিতে হবে।
ইসলামী ছাত্র সংগঠনকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমি মনে করি তারা একটি মুনাফিক দল। কেননা তারা সামাজিক মাধ্যমে মিথ্যাচার চালাচ্ছে। যারা সাম্যের খুনি হিসেবে একজনকে শ্রমিক দলের সম্রাট হিসেবে প্রচার করছে। আসলে একই গ্রামের দুইজন সম্রাট। গ্রেফতার হওয়া সম্রাট আর শ্রমিকদলের সম্রাট একজন নয়। তারা কতটুকু মুনাফিক হলে এমন প্রোপাগান্ডা চালাচ্ছে।
আরো পড়ুন
ছাত্র সাম্যের মৃত্যুতে ঢাবি প্রশাসন গভীরভাবে মর্মাহত
ঢাবির ছাত্রদল নেতা হত্যা, মধ্যরাতে সোহরাওয়ার্দী উদ্যানে ভাঙচুর
ঢাবি ছাত্র সাম্যর মৃত্যুর ঘটনা তদন্তে কমিটি গঠন
সাম্য হত্যার ঘটনায় গ্রেফতার ৩ জনের পরিচয় মিলেছে
সাম্য ছিলেন পরীক্ষিত ছাত্রনেতা: ছাত্রদল সভাপতি
সাম্য হত্যায় উত্তাল ঢাবি, ভিসি-প্রক্টরের পদত্যাগ দাবি ছাত্রদলের
এ সময় কয়েকটি দাবি তিনি তুলে ধরে বলেন, নিরাপদ ক্যাম্পাসের দাবিতে প্রশাসনকে দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে। সাম্য হত্যার পিছনে সঠিক খুনিদের গ্রেফতার করতে হবে সিসিটিভি দেখে। সাম্য হত্যার বিচারের দাবিতে আমরা রাজপথে থাকবো। সেই সাথে ছাত্রলীগের হামলার বিচার করতে হবে।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।