বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসির) শুচিতা শরমিনের পদত্যাগের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা।
রোববার (৪ মে) দুপুরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে এই সংবাদ সম্মেলন করে তারা।
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা জানান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি শুচিতা শরমিন যোগদানের পর থেকে শিক্ষার্থীরা প্রথমে ২২ দফা পরে বিভিন্ন সময়ে নানা ধরনের দাবি তুললে তিনি তা কর্ণপাত করেননি।
উল্টো শিক্ষার্থীদের বিরুদ্ধে থানায় মামলা ও থানায় জিডি করেন। শিক্ষার্থীরা অভিযোগ করে আরো বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ক্যান্সার আক্রান্ত হলে ভিসি বরাবর আর্থিক সহায়তার আবেদন করলেও তা স্বাক্ষরের অভাবে অনুমোদন পায়নি।
আরো পড়ুন:
মুচলেকা দিলে মামলা থেকে মুক্তি পাবেন ববি শিক্ষার্থীরা: ভিসি
৭ দিনের মধ্যে নতুন রেজিস্ট্রার নিয়োগ দেয়া হবে: ববি ভিসি
আন্দোলনের মুখে ববির রেজিস্ট্রারকে অপসারণের সিদ্ধান্ত
এ অবস্থায় বিশ্ববিদ্যালয়ের চলমান পরিস্থিতিতে শিক্ষার্থীরা মনে করছেন ভিসির অপসরণ জরুরি। তাই তারা ভিসির পদত্যাগের এক দফা দাবি জানিয়েছেন।
দ্রুত সময়ের মধ্যে এ দাবি মান না মানলে পরবর্তীতে শিক্ষার্থীরা আরো কঠোর আন্দোলনের ঘোষণা দেন তারা। পরে তারা ক্যাম্পাসের গ্রাউন্ড ফ্লোরে বিক্ষোভ করে সেখান থেকে মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এর আগে বেলা ১১ টায় শিক্ষার্থীদের আন্দোলন ও সম সাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।